দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর পারিবারিক কলহের জেরধরে রুনা বেগম (২৫) নামের এক গৃহবধু আতœহত্যা করেছেন। রুনা উপজেলার জয়নগর ইউপি’র হাটকানপাড়ার বাজুখলসী গ্রামের আকসেদ আলীর স্ত্রী। তিনি শুক্রবার সকালে বিষপানের পর শনিবার ভোররাতে রাজশাহী মেডিকের (রামেক) হাসপাতালে মারা যায়।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিনধরেই রুনা ও আকসেদের সংসারে কলহ চলছিলো। শুক্রবার সকালে আবারো তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। এরপর রুনা বেগম বাড়ির সকলের অগোচরে বিষপান করে। পরে বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যায়।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।