বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দুর্গাপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এই দিবস টি পালন করা হয়।
দিবসটির প্রতিপাদ্য ছিল আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার জাহেদুল হক, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিএ/