দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বর হতে একটি র্যালি বের হয়ে বিভিন্ন পাকা সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের
নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাদির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল আলম প্রমুখ।
আর/এস