দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শমসের আলী, পানানগর ইউপি চেয়ারম্যান আজহার আলী খাঁ, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, উপজেলা ইউ এফ পি এ, আব্দুল মান্নান, কামরুজ্জামান রাসেল, রুনা লায়লা প্রমুখ। অনুষ্ঠান শেষে ৬জন মাঠকর্মীকে পুরস্কৃত করা হয় এবং সেই সাথে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।
আর/এস