1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ দুই ভাই আটক - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ দুই ভাই আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপটেম্বর, ২০২১

রাজশাহীর দুর্গাপুরে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে , রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার বলাই সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (২৮) ও তার ভাই বিপ্লব সরকার (২৫)।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামস্থ বিশ্বজিৎ সরকার এর বাড়িতে নকল প্রসাধনী উৎপাদন করা হয়। এরপর জেলা পুলিশের একটি টিম সেই গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সকল প্রসাধনীসহ দুই ভাইকে আটক করে। জয়কৃষ্ণপুর গ্রামের আসামী বিশ্বজিৎ সরকারের বাসার নকল কারখানা হতে ভেজাল প্রসাধনী সামগ্রী ও তৈরির মেশিন, বিভিন্ন প্রসাধনী কেমিক্যাল দ্বারা তৈরী ক্রীম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় এই চক্রের কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নকল প্রসাধীর মধ্যে রয়েছে, ১টি স্টীলের তৈরী চার কোনা স্টানযুক্ত ভেজাল ক্রীম তৈরীর মেশিন, ১টি হিট মেশিন, ১টি ক্লীপ ও একটি টাইট মেশিন, হোয়াইট ক্রিম, ১৮০টি ভেজাল ক্রীমের কোটা, খাকী রংয়ের ৩৩টি কাগজের কাটুনের ভিতরে নকল লতা হারবাল প্রসাধনী ক্রীমের প্রতিটিতে ৪৮টি করে ভেজাল ক্রীমের কোটা, নকল লতা হারবাল এর কাগজের প্যাকেট দুই বস্তা, সাদা প্লাষ্টিকের খালি কোটা দুই বস্তা, সাদা প্লাষ্টিকের বস্তায় বিভিন্ন কোম্পানির লেবেল ও মোড়ক মোট ৭ বস্তা, খাকী রংয়ের কাগজের বস্তায় সাদা পাওডার জাতীয় কেমিক্যাল ২ বস্তা, সাদা পলিথিনে মোড়ানো দানাদার সাদা রংয়ের কেমিক্যাল ৭ কেজি, ১টি স্টীলের ঢাকনা বিশিষ্ট হাতল যুক্ত ড্রাম, ৪টি প্লাষ্টিকের জারকিন প্রতিটিতে আনুমানিক ১০লিটার করে তরল জাতীয় কেমিক্যাল, ২টি গ্যাস সিলিন্ডার যার একটি ৩৫ কেজি অপরটি ১২ কেজি ও ১টি গ্যাসের চুলা, ১টি স্টীলের বালতি ও ২টি পাতিল ও দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল জব্দ করা হয়।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST