দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বাল্যবিয়ে ও মানব পাচার প্রতিরোধে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর পৌরসভা সদরের এনসিডিবি মার্কেটে বাংলাদেশ
কাউন্টার ট্রাফিকিং ইন পারসোন্স প্রোগ্রাম (বিসি/টিআইপি) এর আয়োজনে
অনির্বাণ সারভাইভার ভয়েস, রাজশাহীর সহযোগীতায় বাল্যবিয়ে ও মানব পাচার
প্রতিরোধে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনির্বাণ সারভাইভার ভয়েস রাজশাহী শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সদস্য ও
দুর্গাপুর পৌরসভা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, দুর্গাপুর
ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, সিংগা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, দুর্গাপুর ব্যবসায়ী
দুর্গাপুর পৌর কাউন্সিলর হায়দার আলী, সেলিম রেজা। উপস্থিত ছিলেন
বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পারসোন্স প্রোগ্রাম (বিসি/টিআইপি)র
প্রকল্প কর্মকর্তা মাহমুদুল নবী পলাশ, প্রোগ্রাম অফিসার রোখসানা পারভীন,
শিরিনা ইয়াসমিন ও অনির্বাণ সারভাইভার ভয়েস দুর্গাপুর শাখার উপদেষ্টা
হান্নান ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্গাপুর মডেল সরকারী পাইলট
উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।
এস/আর