নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
বাঙ্গালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্বব্যাপী মৈত্রী, সম্প্রীতি, চেতনার জাগরণ ও অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয় পহেলা বৈশাখ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য বর্ষ বরণের শোভাযাত্রা দুর্গাপুর পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
শোভাযাত্রায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি দূরুল হোদা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ,
আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন প্রমুখ।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এরপর সকলে উপজেলা অফিসার্স ক্লাবে পান্তা উৎসবে অংশ নেন। পরে উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে আয়েজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ গম্ভীরা ও সঙ্গীত পরিবেশন করেন।
বিএ..