রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে ১০ জানুয়ারী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের (অস্থায়ী) কার্যালয়ে মঙ্গলবার ১০ জানুয়ারী বিকাল ৩টায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়ের সাজেদুর রহমান মিঠু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা মাসুম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক,উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জান(রোকন) ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, ৬নং মাড়িয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম সম্রাট, ৭নং জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী,পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ,উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আতিকুর রহমান (রিপন)পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান রিদয় প্রমুখ।
বিএ/