দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃত দুই মাদকব্যবসী হলো, উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রামের রঞ্জিত মহত্বের পুত্র রানা মহত্ব মিঠু (২৮) ও সাজাহান আলীর পুত্র জিল্লুর রহমান (৩০)। শনিবার দিবাগত রাতে থানার পুলিশ অভিযান চালিয়ে নান্দিগ্রাম মাদরাসা মোড় হতে মাদক সরবরাহের সময় তাদের গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, রানা মহত্ব ও জিল্লুর রহমান ওই
এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। তারা মাদকের চালান নিয়ে বিভিন্ন এলাকায় খাদক ও ক্ষুদে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার এসআই মাসুদ রানা ও এএসআই সারোয়ার জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নান্দিগ্রাম মাদরাসা মোড় থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মাদকদ্রব্য আইনে মামলা দায়েররপর রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।