দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ আবু আনাছ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা কায়সার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ