পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে ১৩০টি পরিবারে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, সহকারী কমিশনার ভূমি শুভদেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ নয়ন হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, আওয়ামী লীগ নেতা আব্দু্ল কাদের মন্ডল, আমিনুল হক টুলু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, রিয়াজুল ইসলাম, আকতার আলী, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক শিমুল ইসলাম সহ রাজনৈতিক নেত্ববৃন্দ, সরকার-বেসরকারী কর্মকর্তা ও উপকারভোগী সাধারন জনসাধারন উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে দুর্গাপুরে ১৩০টি পরিবারে জমি ও গৃহের চাবি ও জমির কাগজ হস্তান্তর করা হয়।
বিএ/