দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আম্বিয়া খাতুন (৪২) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আম্বিয়া ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা।
স্থানাীয়রা জানান, জন্মগতভাবেই আম্বিয়া শারীরিক প্রতিবন্ধী। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান আম্বিয়া। কিছুক্ষণ পর চিৎকার শুনে তার মা গিয়ে দেখেন আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এসময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা আসেন। প্রতিবন্ধী আম্বিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
পরে পুলিশকে খবর দেওয়া হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিএ..