1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে পৃথক দুইটি স্থানে চুরি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

দুর্গাপুরে পৃথক দুইটি স্থানে চুরি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

রাজশাহীর দুর্গাপুরে স্কুল শিক্ষকের বাড়ী সহ পৃথক দুটি স্থানে দিনে দুপুরে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় স্কুল শিক্ষক বাদী হয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, দুর্গাপুর পৌর সদরের সিংগা পূর্বপাড়া গ্রামের মৃত লালমোহাম্মদের পুত্র স্কুল শিক্ষক আনোয়ারুল কবীল কচি প্রতিদিনের ন্যায় সকাল ৯টায় নিক কর্মস্থল পৌরভবন সংলগ্ন দি রাইজিং সান কিন্ডার গার্টেন স্কুল যায়।

সাড়ে নয়টার দিকে স্কুল শিক্ষক কচি’র সহধর্মনি বাড়ী তালাবদ্ধ অবস্থায় রেখে মেয়েকে স্কুলে পৌছে দিতে যায়। মেয়েকে স্কুলে পৌছে দিয়ে আনুমানিক সোয়া ১০টার দিকে বাড়ী ফিরে দেখে গেটের তালা ভাঙ্গা। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা সহ বাড়ীর ভিতরে প্রবেশ করে দেখে দুইটি ঘরের তালা ভাঙ্গা ঘরের মেঝেতে পরিধেয় বস্ত্র সহ আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সোকেসের তালা ভেঙ্গে নিজ ও মেয়ের ব্যবহৃত স্বর্নের হার, হাতের বালা, কানের ঝুমকা, ২টি আংটি, নাকফুল, মেয়ের চেন সবমিলিয়ে প্রায় সাড়ে চার ভরি স্বর্ন এবং মেয়ের পায়ের নুপুর ও কোমরের বিছা, আংটি, জয়মালা সবমিলিয়ে প্রায় ৯ভরি রৌপ্য ও নগদ ২২ হাজার টাকা চুরি হয়ে গেছে। সবকিছু মিলে আনুমানিক নগদ টাকা সহ প্রায় ৪লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে।

খবর পেয়ে স্কুল শিক্ষক দুর্গাপুর থানায় বিষয়টি অবগত করলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙ্গা তালা, চাবি আলামত নিয়ে যায়। এ বিষয়ে স্কুল শিক্ষক আনোয়ারুল কবীর কচি বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে উপজেলায় জয়কৃঞ্চপুর গ্রামের ওমর আলী পুত্র ভ্যানচালক আব্দুল খালেক স্মাট কার্ড নেওয়ার জন্য উপজেলায় যায় দুপুর ১২টার দিকে। উপজেলা শহীদ মিনারের পাশে নিজ ব্যবহৃত চার্জার ভ্যানটি তালাদিয়ে রেখে দো’তলায় নির্বাচন কর্মকর্তার দপ্তরে যায়। ১০ মিনিটের মধ্যে কার্ড নিয়ে ফিরে দেখে তার চার্জার ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যান চালক তাৎক্ষনিকভাবে দুর্গাপুর থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানা পুলিশ। এঘটনায় ভ্যানচালক আব্দুল খালেক থানায় লিখিত অভিযোগ দায়ের করে। একই দিনে সকালে ও দুপুরে উপজেলার পৌর সদরে দুইটি দূধর্ষ চুরি সংঘটিত হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, চোর স্কুল শিক্ষকের বাড়ীতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে চারিদিকে খোঁজ খবর নেওয়া হচ্ছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আর উপজেলা শহীদ মিনারের কাছ থেকে ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, বিষয়টি অত্যান্ত দূঃখ জনক, দরিদ্র মানুষের ভ্যান সেটিও চুরি করতে ছাড়েনি চোরেরা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST