শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা আ.লীগের সা.সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মণ্ডপের পূজারী, ভক্ত ও পূণ্যর্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। পাশাপাশি পুজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, সাবেক, যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, ঝালুকা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান আকতার, মাড়িয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো:রোকনুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরা আবারও যোগ দিতে পারব। তিনি বলেন, ছায়ার মত সর্বদা আপনাদের পাশে আছি থাকব। আপনাদের সেবা করে আমি বাকিটা জীবন কাটাতে চাই।
বিএ/