দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের দায়ে গোলাপ হোসেন নামের এক পুকুর মালিকের ৭৫হাজার টাকা অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে উপজেলার কয়ামাজমপুর গ্রামের খয়রার বিলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ রায় দেন। পরে পুকুর মালিক গোলাপ ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা অর্থদন্ড দিয়ে ছাড়া পান।
থানার পুলিশ জানান, করোনা আতষ্কের মধ্যেই গোলাপ বহিরাগত লোক নিয়ে অবৈধভাবে উপজেলার কয়ামাজমপুর গ্রামের খয়রার বিলে প্রায় ৭০বিঘা জমিতে পুকুর খনন করছিলেন। অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ওই পুকুরে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পুকুর খননের দায়ে পুকুর মালিক গোলাপের ৭০হাজার টাকা অর্থদন্ড করেন। অনাদায়ে তাকে ১মাসের কারাদন্ড দেওয়া হয়। পরে পুকুর মালিক গোলাপ ভ্রাম্যমাণ আদালতে ৭৫হাজার টাকা অর্থদন্ড দিয়ে ছাড়া পান।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।