দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ফসলি জমির শ্রেনি বদল করে অবৈধভাবে পুকুর খননের দায়ে পুকুর মালিক আব্দুর রহমান (৪৫) ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মৃধা এ রায় প্রদান করেন।
থানার পুলিশ জানায়, উপজেলার নওপাড়ার ইউনিয়নের ইসবপুর গ্রামের বড়বিলে তিন ফসলি জমির শ্রেনি বদল করে আব্দুর রহমান নামের এক ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মৃধা
রোববার দুপুরে উপজেলার ইসবপুর গ্রামের বড়বিলে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন ফসলি জমির শ্রেনি বদল করে অবৈধভাবে পুকুর খননের দায়ে পুকুর মালিক আব্দুর রহমানকে আটক করে। পরে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে আব্দুর রহমানকে অবৈধভাবে খননের দায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মৃধা।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।