রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার পুকুরের পানিতে ফাতেমা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু ফাতেমা পৌর এলাকার শানপুকুরিয়া গ্রামের রবিউল ইসলামের কন্যা। রোববার (৫ জুন) দুপুর ১২ টার দিকে রবিউল ইসলামের বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু ফাতেমা বাড়ির সামনে খেলাধুলা করছিলো। বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনেই পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পুকুরের পানিতে তাকে ভাঁসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনা শুনার পর সেখানে থানার একজন অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। পরিবারের স্বজনদের আপত্তি না থাকায় শিশুর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিএ/