প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার উপজেলার পানানগর পূর্বপাড়া কামারপুকুরে বিষ প্রয়োগ করে। বেলা ১২টার দিকে এলাকার শত শত লোক ওই বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। সাগরকে পুকুরের পাড়ে বসিয়ে রেখে তাঁর যমজ বোন সাথী খাতুন বিষ প্রয়োগ করা পুকুরে মাছ ধরছিলেন। কোন এক সময়ে সাগর পুকুর পাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পরে পানিতে তলিয়ে থাকা সাগরের মরদেহ পুকুরে মাছধরা এক ছেলের পায়ের সাথে ধাক্কা লাগে। পরে তাকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে থানার (ভারঃপ্রাপ্ত) কর্মকর্তা হাশমত আলী বলেন, বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়া হবে।
এস/আর