দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলায় ২০১৭ সালের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার জীবন বৃত্তান্ত যারা সংগ্রামে রেখেছেন অসামান্য অবদান। তারা হলেন, বিলকিস বেগম, খাজিদা বেগম,নিলুফা ইয়াসমিন ফারহান, সখিনা খাতুন ও ফিরোজা বেগম। এরা সকলেই ২০১৭ সালে দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কর্মে সফল অর্জনে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।
সফল জননী নির্বাচিত হয়েছেন খাদিজা বেগম, তিনি তার সংসারে এক মাত্র সন্তানকে ছোট থেকে বড় করা পযন্ত সকল প্রকার আদর স্নেহ ও ভালোবাসা দিয়ে মানুষেরমত মানুষ গড়ে তুলে একজন সফল মা হিসেবে সাফল্য অর্জন করেছেন। শিক্ষা চাকুরী ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন সখিনা খাতুন। তিনি ছোট বেলা থেকে সকল বাধা বিপদকে দুরে ঠেলে দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে শিক্ষা অর্জন করেছেন করে চাকুরী পেয়ে এখন সে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন। অর্থনৈতিক ভাবে নির্বাচিত হয়েছেন বিলকিস বেগম। তিনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরামর্শে তার সংসারে হাঁস,মুরগী, সেলাই কাজসহ বিভিন্ন কর্মের মধ্য দিয়ে তিনি নিজেকে অর্থনৈতিক ভাবে সাবলম্বি হয়েছেন। নির্যাতনের বিভীষিকা নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম। তিনি তার সংসারে বিভিন্ন নির্যাতনের মধ্যে দিয়ে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে সে নতুন ভাবে তার সংসার জীবনে নির্যাতনের বিভীষিকা নারী হিসেবে খ্যাতি অর্জন করেন। সমাজ উন্নয়ন ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াসমিন ফারহানা। তিনি সমাজের সমাজ উন্নয়নরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। যেমন বল্য বিবাহ,এ্যাসিড নিক্ষেপ, যৌতুক প্রথা ইত্যাদির মধ্যদিয়ে সমাজ উন্নয়ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।
এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা বলেন, দুর্গাপুর উপজেলার ২০১৭ সালের বিভিন্ন অবদান রাখায় এই উপজেলায় পাঁচজন শ্রেষ্ঠ নারীকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ওইসকল সফল নারীদের আগামিতে আরো সাফল্য অর্জনের ক্ষেত্রে অবদান রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ