নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে পরকীয়ার জেরে প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। পরে তাদের আম গাছের সাথে বেঁধে রাখে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম ফকিরপাড়া গ্রামে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই গৃহবধূ ও যুবককে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাহাদুল/সান্টু জানান, নান্দিগ্রামের ফকির পাড়া গ্রামের আহসান (৩২) এর সাথে মহরম ওরফে মোরার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই জের ধরে বুধবার সকালে আহসান তার বাড়িতে ডেকে নিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধরে ফেলে। পরে পরকীয়া প্রেমিক যুগলকে গাছের সাথে বেঁধে রাখে এলাকাবাসী। সন্ধ্যায় গ্রাম্য সালিসি বৈঠকে হাজির করা হয় প্রেমিক যুগলকে।
এব্যাপারে দুর্গাপুর থানা ওসি (তদন্ত) মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিএ..