রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গত বুধবার রাত ২টার পর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ঘটনার পর বুধবার সকালে নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর ওয়াড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান জানান, গতকাল বুধবার রাত ২টার পর যে কোন সময়ে তাদের নির্বাচনী অফিসে আগুন দেয় কে বা কারা। তবে কারা এ ঘটনা ঘটাতে পারে তা নিদিষ্ট করে বলতে পারেননি এই আওয়ামী লীগ নেতা। মকলেছুরের দাবি, নৌকা সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য কে বা কারা তাদের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। যাতে নৌকা সমর্থক ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে আমি পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানে নৌকার নির্বাচনী অফিসের একপাশ আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএ…