দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরের শালঘরিয়া নিগার কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিডেট এ ২০২২ আলু সংগ্রহ মৌসুমের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিগার কোল্ড স্টোরেজ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন, নিগার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক লিয়াকত আলী।
আরও বক্তব্যে রাখেন, নিগার কোল্ড স্টোরেজের পরিচালক নুরুজ্জামান লিটন, মোবাশ্বির হুসাইন মোবিন। আলু ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, রফাতুল্লাহ, রেজাউল করিম, বাহাদুর হাজী প্রমুখ। এছাড়াও রাজশাহীর জেলার বিভিন্ন উপজেলার আলু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহিনুর রহমানের সঞ্চলনায় দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
বিএ/