দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ (৪০) নামের এক শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। পরে ওই শিক্ষকের ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল। আটককৃত শিক্ষক আবুল কালাম আজাদ উপজেলার সুখানদিঘী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
জানাগেছে, গতকাল শনিবার দুর্গাপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার ইংরেজী ২য় পত্র বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের ২ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক আবুল কালাম আজাদ। এ সময় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় দায়ীত্বররত কর্মকর্তার নজরে পড়লে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে ওই শিক্ষকের ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই শিক্ষক অর্থদণ্ড দিয়ে তিনি মুক্তি পান।