দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থবছরের ১ কোটি ৮৯লাখ ২২হাজার ৬১৪টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০মে) দুপুরে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম।
এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আলীপুর বিএম কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম, নওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মাহাবুর রশিদ, জহুরল ইসলাম, মাহাবুর রহমান, ইউপি সদস্য আমজাদ হোসেন, আব্দুল মালেক, রুবেল হক, ইসলাম আলী, বেদেনা বেগম, বিলকিস খাতুন প্রমুখ।
বিএ/