দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিট পুলিশিং সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা। এসময় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্গাপুর থানার (ওসি) তদন্ত মাহামুদুল হাসান ও এসআই সাইফুল ইসলাম।
এস/আর