দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে শান্তিপূর্ণ ভাবে দেলুয়াবাড়ী ইউনিয়নের ৮নং কিশোরপুর ওয়াডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী রহিদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী লাভ করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও দেলুয়াবাড়ী ইউপি ৮নং ওয়াডের উপ-নির্বাচনের রিটানিং অফিসার দুলাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ভাবে দেলুয়াবাড়ী ইউনিয়নের ৮নং কিশোরপুর
ওয়াডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত একটা টানা ভোট গ্রহণ চলে। ভোটে রহিদুল ইসলাম (টিউবয়েল) প্রতীকে ৭শ ৭১ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাইদুর রহমান (মোরগ) প্রতীকে পেয়েছেন ৪শ ৫ভোট। প্রসঙ্গত, গত ২জুন উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের (৮নং ওয়াড) কিশোরপুরের ইউপি সদস্য সাবদুল আলীর হঠাৎ মৃত্যুতে ইউপি সদস্য পদটি শুন্য ছিলো।
আর/এস