দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী আলোচনা সভা ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহাড়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) সমর কুমার পাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিন্টু মিয়া। অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহাড়া পরিচালনা করেন পুঠিয়া ফায়ার সার্ভিস স্ট্রেশন কর্মকর্তা মেহেরুল ইসলাম ।
খবর২৪ঘণ্টা.কম/নজ