দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবসটি অনুষ্ঠিত হয়।
দিবসটির প্রতিপাদ্য ছিলো “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”।
সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি বিরোধী দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি এবিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লবনী, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা দারিদ্র কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল হুদা, আব্দুর রাজ্জাক প্রমূখ।
এদিকে “নারী- কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একই দিনে বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ নারী জয়িতা-কে স্মারক সম্মাননা, সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বিএ..