1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে দু'পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১১ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত, আহত ১১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১১ জন। নিহত যুবক উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের কাসেম আলীর ছেলে।

বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে দু-পক্ষই উপজেলার মাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান ফারুক ইমাম সুমনের অনুসারী।

পুলিশ ও স্থানীয়রা জানায় ,জমির মালিকানাকে কেন্দ্র করে স্থানীয় রহেদ সহ পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিরসনে গত মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের রহেদসহ তার পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশে বসেন স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সালিসি বৈঠকে জমিজমা সংক্রান্ত জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিবুর’কে প্রথেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে রহিম, ফারুক, নাজমুল, ওয়াজেদ, সোনু, শহিদুল, আব্দুস সালাম, নাজিরা ও ইউনুস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিবুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে হক মাষ্টারের সার কীটনাশকের দোকান ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে ।

নিহতের বোন কুলসুম বেগম বলেন,জমি নিয়ে ও বরেন্দ্রের ডিপকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাষ্টারের নেতৃত্বে তার ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায় ওয়াজেদ, ফরিদ, বাবু, জামুসহ ২০/২৫ জন। তারা সবাই দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছ।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team