দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে এই বৃক্ষ মেলা উদ্বোধন করেন রাজশাহী-৫(দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পাপিয়া রহমান মৌরি, উপজেলা প্রকৌশলী খালিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার রুহুল আমিন, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তারের কর্মকর্তা, শিক্ষক ও চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন সংসদ মনসুর রহমান।
আর/এস