1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পৌর সদরের সিংগা হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আনছার আলী খাঁ (৭০)। তার বাড়ি উপজেলা পানানগর সরকার পাড়া গ্রামে। তিনি উপজেলার পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁ’র বড় ভাই।

নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন,আনছার আলী খাঁ বুধবার বেলা ১১টার দিকে সবজি বাজার করতে উপজেলা সদরের সিংগাহাটে যান। বাজার শেষে বাড়ি ফেরার জন্য সিংগাহাট ব্রীজ পার হওয়ার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকটি তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে ভাই আনসার আলী নিহত হন। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দূরুল হোদা বলেন, সিংগাহাট এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ওসি বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST