দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র্যালী বের হয়ে বিভিন্ন পাকা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলেরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারীর ভাইসচেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
আর/এস