দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও ঋণের চেক এবং সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল উপজেলা চত্বর হতে একটি র্যালী বের হয়ে বিভিন্ন পাকা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলেরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নারীর ভাইসচেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।