জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালন করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান আক্তার আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের টেকনিশিয়ান আমিনুল ইসলাম।
বিএ/