দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, যুব উন্নয়ন কর্মকর্তা, মো: দুরুল হোদা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আজগর আলী, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: তোবারক হেসেন, সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের কন্যা শিশুরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, কন্যা শিশু শুধু পরিবারের নয়, দেশেরও ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। তিনি বলেন, সমাজের সব স্তরে কন্যা শিশুদের প্রতি বৈষম্য দূর করে সুযোগের সমতা আনতে হবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।