রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সকালে দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া মহল্লায় এঘটনা ঘটে।
দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া মহল্লার মৃত রসিদ প্রামানিকের ওয়ারিশদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরআগে বিষয়টি নিয়ে থানায় বসে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমঝোতা করে দুপক্ষকে জমির সীমানা নির্ধারনের সিদ্ধান্ত হয়। পরে আমিন দিয়ে জরিপ শেষে উভয় পক্ষের মধ্যে সিমানা নির্ধারন করে আপোষ মিমাংসা করেন।
বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর)সকালে ঘর নির্মানকে কেন্দ্র করে মৃত রসিদের ২য় স্ত্রীর পক্ষের ছেলে হান্নান- মান্নান ও তাদের স্বত ভাইদের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় প্রতিবেশিসহ উভয় পক্ষের ১৪ আহত হয়।
আহতরা হলেন, একই মহল্লার রইস উদ্দিন (৬৫), শহীদ (৫৫), আয়েশা বেগম (৩৫), শাহিন আলী (২৮), শাকিল (২১), ফুলঝুরি (৬০) শাহিনুর বেগম (২৮), ওসমান আলী (২১), মোলায়েম হোসেন (৫৩), শ্যামলী (২৭), সেফালী (৪৫), আব্দুর রহিম (৫০), রোজিনা (৩০), আবান (৪২)।
আহতদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় এলাকা বাসির মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী জানান,ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে। এছাড়াও এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিএ/