দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের গপিনাথপুর খাসখামার গ্রামে গত মঙ্গলবার (২২ এপ্রিল) এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানা পুলিশ।
জানা যায়, উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের গপিনাথপুর খাসখামার গ্রামে পারিবারিক জমিজমার সিমানা নির্ধারণ করা নিয়ে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারীসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হলো-শহিদুল ইসলাম (৫০), ফরিদ আহম্মেদ (২০), জান্নাতুল ফেরদৌস তারা (৪৫)। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত শহিদুল ইসলামের শ্যালক রানা আহম্মেদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত শহিদুল ইসলাম জানান, দুর্গাপুর থানায় জমিজমার সিমানা নির্ধারণ করা নিয়ে অভিযোগ দিলে থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে মিমাংসা করার জন্য দায়িত্ব দেন। পরে তারা মিমাংসা করে দিলে বাড়ির সিমানা নির্ধারণ করে খুটি দিতে গেলে মিজানুর রহমান (৩০), লুৎফর রহমান (৫৫), গাফ্ফার মাষ্টার (৪৫) ও তার স্ত্রী সুরাইয়া (৪০), সোলাইমান (৫২), রবিউল ইসলাম (৩০), সোহান ইসলাম (২২), শাহানাজ মিনা (৬০) তাদের লোকজন অতর্কিত হামলা চালায়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএ..