দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দোসর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত সাংবাদিক শাহাবুদ্দিনের চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন।
বোরবার (২৭ এপ্রিল) বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জিয়া চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক দুর্গাপুর পৌরসভার মেয়র সাইদুর রহমান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার আনাচে-কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করছে। এমনকি সাংবাদিকতার মতো মহান পেশার নাম ভাঙিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, কথিত সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্র লীগ করতেন। এ সুযোগে তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ান। এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব ঘটনা নিয়ে কথিত সাংবাদিক শাহাবুদ্দিনকে বিক্ষুদ্ধ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। আপনারা সবাই সজাগ থাকুন। তাকে যেখানে পাবেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। সাংবাদিকরা জাতীর বিবেক এই নামধারী সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিবেন।
এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটুসহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব হাসান রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাধারন সম্পাদক রফিক মন্ডল, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমিনুল হক রেন্টু, শ্রমিকদলের আহ্বায়ক মো: আলাউদ্দিন, সদস্য সচিব মুনসুর রহমান, পাচঁবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, ছাত্রদল নেতা সাকিব, রিমন প্রমুখ।
প্রসঙ্গত, একটি নিজস্ব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক শাহাবুদ্দিন গত শনিবার বিকেলে উপজেলার নারায়ণপুর গেলে গণধোলাইয়ের শিকার হোন। বিক্ষুদ্ধ জনতার দাবি, এই শাহাবুদ্দিন দীর্ঘ দিনধরে এলাকাজুড়ে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ব্যাপক হয়রানির ও চাঁদাবাজি করে আসছিলেন। তিনি রাজশাহীর একটি সাংবাদিক সংগঠনেরও পরিচয় দেন।
বিএ..