দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্যদের মধ্যে গাছের চারা বিতরণ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনুদানের চেক বিতরণ ও দরিদ্র মা’র মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় ভাতা ভোগীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষেএর উদ্বোধন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসীন মৃধা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহ, যুব উন্ননয়ন কর্মকর্তা রুহুল আমিন, বন বিভাগ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই