দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ১কেজি গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আব্দুল গফুরকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি উপজেলার ধরমপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা সংস্থার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা
আতিকুর রহমান জানান, আমরা গোপন সংবাদের বিত্তিতে সাব ইন্সপেক্টর বদিউজ্জামান বদিসহ সঙ্গীয় ডিবির ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী গফুরের বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়।দুর্গাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা খুরশিদা বানু (কনা) বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজা ও টাকাসহ মাদক ব্যবসায়ী গফুরকে আটক করেছে ডিবি পুলিশ। এঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
এস/আর