দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে ময়না বেগম (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চুনিয়াপাড়া এলাকার আবুল কালামের মেয়ে। তার স্বামীর নাম সোহাগ। বাবার বাড়ি বেড়াতে এসে তিনি গলায় ফাঁস দেন। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে একা থাকার সুবাধে ঘরের মধ্যে তীরের সাথে রশি পেঁচিয়ে ময়না গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন ঘরের মধ্যে তার লাশ ঝুলতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কেন ময়না আত্মহত্যা করে তা জানা যায়নি।
এ বিষয়ে থানার ওসি খুরশিদা বানু কনা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদরশন করা হয়েছে। আইন অনুযায়ী পরবরতী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/আর