দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বিএনপি’র চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে ফাজিল মাদ্রাসা মাঠে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল সাইফ জীবনের সঞ্চালনায় ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। এসময় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলেফ উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহায়মেনুল হক রেন্টু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ওয়ার্ড কমিশানার হায়দার আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক গোলাম মাহমুদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মাইনুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিলন শাহ্, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রকি, রাজশাহী কলেজ ছাত্রদল নেতা নাসির হোসেন বিদ্যুৎসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।