রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ১৩জন ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৫০ হাজার টাকা করে সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য ডা. মনছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা খাদ্য কর্মকর্তা দিলদার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা খাদ্যে কর্মকর্তা মোহাম্মদ আলী, কিসমত গণৈকড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।