রাজশাহী দুর্গাপুর পৌর রৈপাড়ায় এলাকায় ২০২৩-২০২৪ অর্থবছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” শীর্ষক প্রকল্পের সমন্বিত যান্ত্রিক খামার কার্যক্রমের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বজলুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার ফরিদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক আলতাফ হোসেন। আয়োজিত সভায় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
সভা শেষে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিএ…