নিজস্ব প্রতিবেদক : কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের আতাউর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এ জরিমানা করেন।
জানাযায়, জিল্লুর মাস্টারের নেতৃত্বে উপজেলার পালশা তোতারপাড়া আংরার বিলে প্রায় ১১ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছিলেন। অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অবৈধ পুকুর খননের কাজে জড়িত থাকায় অভিযানে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আতাউর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এসময়, এসকেভেটর (ভেকু) চালক সাব্বির ও আসাদুলকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ভুমি সুরক্ষা আইনে ওই স্থানে অবৈধ পুকুর খননের অভিযোগে জিল্লুর মাস্টারসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, কৃষি জমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে,সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে। তিনি বলেন, অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিএ..