দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ভাই ভাই এন্টারপ্রাইজ সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দেবিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, ভাই ভাই এন্টারপ্রাইজের দোকানে অতিরিক্ত দামে সার বিক্রি, মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণে কীটনাশক জব্দ করে ভাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জব্দকৃত মালামাল পাশের খোলা মাঠে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়। সেই সাথে দোকান মালিক মোস্তফার ছেলের উপস্থিতিতে ভ্রাম্যমান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অতিরিক্ত দামে সার বিক্রি, চাহিদার অতিরিক্ত সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বিএ..