দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থবছরের ১ কোটি ৩৭লাখ ১১হাজার ৯৬৬টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট পেশ করেন ওই ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত সভায় কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলার সাবেক রেজিস্টার আব্দুর রউফ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম টুলু, আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, দেলুয়াবাড়ী ইউপি আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ প্রমুখ।
বিএ/