কাবিং করবো বৈষম্যহীন দেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সাব ক্যাম্পে উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ের ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ৫ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস দুর্গাপুর উপজেলার কর্মকর্তাবৃন্দ। জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্কাউট শপথের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম,স্কাউটস সহসভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, স্কাউট কমিশনার আজিজুল ইসলাম,এলটি ফিরোজ আহমেদ, এএলটি মাহমুদুল হক, এএলটি স্বপন কুমার, উপজেলা স্কাউটস লিডার,আব্দুল গফুর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস উপজেলা শাখার সহ-সভাপতি রাক্তিবুল ইসলাম।
বিএ..