দুর্গাপুর প্রতিনিধি:
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দুর্গাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে সম্মেলনে দুর্গাপুর ডিগ্রী কলেজের (অব:প্রাপ্ত) অধ্যক্ষ ও (বাকশিস) উপজেলার সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শেষ্ঠ শিক্ষক ও (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং রাজশাহী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রবের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা (বাকশিস) সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা (বাকশিস) যুগ্না সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম মাওলা, জেলা (বাকশিস) সহ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, পবা উপজেলার (বাকশিস)
সভাপতি অধ্যক্ষ কাউসার আলী, মোহনপুর উপজেলার (বাকশিস) সহসভাপতি আব্দুল আজিজ, উপজেলার কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের (অব:প্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল কাদের, পাইলট উচ্চ বিদ্যালয়ের (অব:প্রাপ্ত) প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নওপাড়া মহাবিদ্যালয়ের প্রভাষক প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ।
সবশেষে দুর্গাপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। সর্বসম্মতিক্রমে দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল আজিজকে সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রবকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় শেষ্ঠ শিক্ষক ও (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং রাজশাহী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
আর/এস