দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় কলেজছাত্রী রিংকু সরকার (২৮) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে থানায় মামলা দায়ের করেছেন। রিংকু উপজেলার জয়নগর ইউপি’র কলন্ঠিয়া গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের পুত্র। এদিকে, ওই ঘটনায় রিংকু সরকারকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, উপজেলার দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস পড়ুয়া কলেজপড়–য়া ওই ছাত্রীকে রিংক সরকার প্রায়ই রাস্তা যাতায়াতের সময় কু-
প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল। গত রোববার রাতে ১১টার দিকে বাড়ির বারান্দায় বিকট শব্দ হলে ওই কলেজছাত্রী ঘুম থেকে শব্দ শুনে বাড়ির বারান্দায় এলে ওত পেতে থাকা রিংকু তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কলেজছাত্রী নিজেকে রক্ষার্থে চিকিৎকার দিলে স্থানীয় লোকজন রিংকুকে ঘটনাস্থলেই আটক করে।পরে থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে
আটক করে থানায় নিয়ে আসে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ওই কলেজছাত্রীর বাদী হয়ে থানায় মামলা দায়েরর করেছেন। পুলিশ মামলার সুত্রধরে ওই ঘটনার তদন্ত করছেন। আসামী গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর/এস